ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর নিহতদের গণদাফন শুরু হয়েছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে গত শুক্রবারের ওই দুর্যোগে নিহতের সংখ্যা ৮৪৪।
তবে এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগে বাড়িঘর হারিয়েছে অন্তত ৫৯ হাজার মানুষ। জাতিসংঘের হিসাবে ঠিক এই মুহূর্তে জরুরি ভিত্তিতে অন্তত এক লাখ ৯১ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন। তবে ভূমিকম্প আঘাত হানার চার দিন পার হয়ে গেলেও গতকাল পর্যন্ত বহু এলাকাতেই পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।
প্রেসিডেন্ট জোকো উইদোদো এরই মধ্যে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তবে এই দুর্যোগ থেকে যারা বেঁচে গেছে, তারাই যে ভালো আছে, এমন নয়। খাদ্য ও ত্রাণের অভাবে এদের অনেকে লুটপাট শুরু করেছে। পুলিশের সামনে দিয়ে তারা খাবার, পানি ও জ্বালানি লুট করছে।
পালুর পেটোবো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ৭.৫ মাত্রার ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এখানে স্পষ্ট। শুক্রবারের পর থেকে এখানে অন্তত ১৭০ বার ভূমিকম্প-পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে। এলাকার কিছু অংশে মাটি দেবে গেছে আবার কিছু অংশে মাটি উঁচু হয়ে গেছে।