আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শুকুর আলী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- দৈবজ্ঞহাটি ইউনিয়ন ছাত্রলীগের শ্রম উন্নয়ন বিষয়ক সম্পাদক বাবলু শেখ (৩৫) ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আনছার আলী (৫৩)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।