প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বলেছেন, আফগানিস্তান, পাকিস্তান এবং ড্রোন হামলার চেয়ে সীমিত গণতন্ত্র ভাল। বাংলাদেশে মৌলবাদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত খারাপ কাজ করুক আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন দিয়ে যাবো।
আজ শুক্রবার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাফফার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংবর্ধনা কমিটি। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থেকে মৌলবাদী গোষ্ঠী হেফাজত, জামায়াত শেষ না বলে ততদিন গণজাগরণমঞ্চের মতো শক্তিকে সমর্থন দিয়ে যাবো।
এ সময় প্রবীণ এই সাংবাদিক অভিযোগ করে বলেন, বাংলাদেশে একটি জাতীয় দৈনিক নিরপেক্ষতার নামে মৌলবাদ ছড়াচ্ছেন। এদেরকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ওই সময়ে এলিট একটি শ্রেণী হিটলারকে সমর্থন করেছিল। এলিট শ্রেণী যুগে যুগে মৌলবাদকে আশ্রয়-প্রশয় দিয়ে থাকেন।
বাংলাদেশে রাজনীতি ভীত শক্ত না হওয়ার কারণে এদেশে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে। আর দেশে থাকছেন মাদ্রাসা পড়ুয়ারা। যারা সব সময় পেছনে দিকে যেতে চায়।