ভয়ঙ্কর চীন, শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটবে ক্ষেপণাস্ত্র

Slider বিচিত্র

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সামরিক শক্তিতে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। তারই জের ধরে এবার হাইপারসনিক বা শব্দের চেয়ে গতির ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষায় সফল হয়েছে চীন।

ফলে মিসাইল পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি।
জানা গেছে, পরীক্ষা চালানো তিনটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটতে পারে। এ ব্যাপারে খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের ২১ তারিখে চীনের উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলোর পরীক্ষা চালানো হয়।

এদিকে, ওই মিসাইল পরীক্ষার ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, D18-1S, D18-2S এবং D18-3S তিনটি ভিন্ন মডেল; যাদের প্রত্যেকটির আলাদা আকৃতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *