সারা দেশে আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে রাহসান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি। এতে রাহসানের পাশাপাশি অভিনয় করেছেন লাক্স তারকা টয়া।
ছবিটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
ছবিটির পরিচালক রাহসান নূর জানান, ছবিটি এর আগে আমেরিকায় মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। শীঘ্রই চীনেও প্রথম বাংলাদেশি ছবি হিসেবে এটি মুক্তি পাবে।
আজ রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি জানালেন ছবির পরিচালক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী টয়া, পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ প্রমুখ।