আফগানিস্তানের ‘কুহ সাফি’ শহরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদ শাকার রবিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজন নিহত কিংবা আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে শাকার জানান, শনিবার রাতে প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ব্যক্তিগত পেজে দাবি করেছেন, আফগান সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় তালেবান যোদ্ধারা হেলিকপ্টারটিকে ভূপাতিত করে। মুজাহিদ বলেন, হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।
আফগান সূত্রগুলোর তথ্য মতে, গত চার বছরে আফগান সামরিক বাহিনীর নয়টি হেলিকপ্টার নানা দুর্ঘটনায় পড়েছে।
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবান সন্ত্রাসীরা সরকারি সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এ অবস্থায় আফগান সেনারা নতুন করে তালেবান বিরোধী অভিযান চালাচ্ছে।