কালীগঞ্জে শ্রমিক কলেজে শহীদ ময়েজউদ্দিনের শাহাদাৎ বার্ষিকী পালিত

Slider গ্রাম বাংলা
Exif_JPEG_420

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উদ্যোগে ঐতিসাহিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা মুজিব তহবিলের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ হাসান খান ববি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাদেকুর রহমান ভূইয়া, কালীগঞ্জ পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আমির খন্দকার, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারন সম্পাদক এম আই লিকনসহ কলেজের শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীরা।

আলোচনা শেষে শহীদ ময়েজউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *