ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রবিবার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ শনিবার বিএনপিকে এ অনুমতি দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। ২২টি শর্তসহ ডিএমপি এই অনুমতি দিয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে সমাবেশের অনুমতি জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ।
এরপর সেখান থেকে বের হয়ে আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, রোববারে জনসভার জন্য পুলিশ অনুমতি দিয়েছে। তিনি এবং অ্যানি ডিমপি কার্যালয়ে গেলে এ অনুমতি দেয়া হয়েছে।
গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ করার কথা থাকলেও সেটি রোববার করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়।