নাম বিভ্রাটের জেরে নোবেল পুরস্কার প্রাপক হয়ে উঠেলেন মধ্যপ্রদেশের শিল্পমন্ত্রী কৈলাশ বিজয়ভার্গিয়া। সারা বিশ্ববাসী জানেন, ২০১৪-র শান্তিতে নোবেল জয়ী ভারতীয়ের নাম কৈলাশ সত্যার্থী। জানে না শুধু তাঁর রাজ্যের নেতা-মন্ত্রীরা। তাঁদের কাছে নোবেল বিজেতা রাজ্যের শিল্পমন্ত্রী কৈলাশ বিজয়ভার্গিয়া। তাঁরা জানেন, সমাজসেবামূলক কাজের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এমনকি এই জন্য মন্ত্রীকে দফায় দফায় শুভেচ্ছা জানান রাজ্যের বিজেপি নেতারা। এর পরই বিরোধীদের তোপে পড়ে রাজ্য সরকার। শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করে তাঁরা। তবে ভুল শুধরে দেয়নি। তাঁরাও ভেবে নেন, কেন্দ্র ও রাজ্যে উভয় জায়গায় ক্ষমতায় থাকায় প্রভাব খাটিয়ে বিজয়ভার্গিয়াকে নোবেল পাইয়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে, অন্যের সাফল্যের শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত তিনি।