রানওয়েতে নামতে গিয়ে হ্রদে নেমে পড়ল বিমান!

Slider বিচিত্র

মাইক্রোনেশিয়ার চাক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি উপহ্রদে পতিত হয়েছে। এএনজি৭৩ ফ্লাইটে থাকা ৩৫ যাত্রী ও ১২ জন ক্রুর কেউই মারাত্মক আহত হয়নি বলে জানা গেছে।

খবর বিবিসির।
বিমানটি মাইক্রোনেশিয়ার পনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপকূল থেকে কিছুটা দূরে অগভীর জলরাশির ওপর পাপুয়া নিউ গিনির এয়ার নিউগিনি বিমান পড়ে রয়েছে। তবে কী কারণে ওই বিমান দুর্ঘটনায় পড়েছে তা স্পষ্ট নয়।

চাক বিমানবন্দরের ম্যানেজার জিমি এমিলিও বলেছেন, বিমানটি রানওয়ে থেকে ১৬০ গজ দূরে ওই উপহ্রদে পতিত হয়। বোয়িং ৭৩৭-৮০০ বিমানে থাকা সব আরোহীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *