গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার ডাইং সেডে বয়লার রুম সংলগ্ন ফার্নেস ওয়েলের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কারখানাটি পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, অগ্নিকান্ডে কারখানাটির ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন বলেন, ফার্নেস অয়েল চালিত বয়লারটি চার টন ধারণ ক্ষমতা সম্পন্ন। কারখানার ডাইং শেডে বয়লার রুমে নতুন বয়লারটি সেটিং করার কাজ চলছিল। ফার্নেস অয়েলের কারণে আগুণের উচ্চতা বেশি ছিল, তবে ভয়াবহ ছিলনা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। এক ঘণ্টা ১০ মিনিটে পুরো আগুন নেভানোর কাজ শেষ হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন অফিসার) ফারুক জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানায় প্রায় দেড় শতাধিক শ্রমিক কর্মরত ছিল। কারখানায় ছোট-বড় মিলে অন্তত ৪০টি মেশিন রয়েছে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, দুপুরে নতুন বয়লারটি পরীক্ষামূলক চালু করা হয়। এর কিছুক্ষণ পর ফার্নেস ওয়েল থাকা তেলের পাইপে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন বয়লারের আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কর্মরত শ্রমিকদের মাঝে আতংক সৃষ্টি হয়। তবে তারা নিরাপদে কারখানা থেকে বের হতে পেরেছে।