অবশেষে আনকাট ছাড়পত্র পেল শাকিবের ‘নাকাব’। আজ বৃহস্পতিবার সেন্সরবোর্ডে বিনাকর্তনে ছবিটি ছাড়পত্র পেয়েছে।
বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।
এর আগে শাকিব খান অভিনীত ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ২১ সেপ্টেম্বর। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবিতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজিব বিশ্বাস পরিচালিত এ ছবিতে শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।