‘বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে’

Slider রাজনীতি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যের নামে আবারো নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র কোনভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে মাঠে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১শ’ শয্যার উন্নীতকরণকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন পরবর্তী গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার প্রতীকের প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী পিএসসি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের সিভিল সার্জন ডা.আব্দুস সালাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, এসএম গিয়াস উদ্দিন, এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, লামা পৌরসভার মেয়র জহিুরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *