চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাসকাটগামী একটি ফ্লাইট বিলম্বিত হওয়ায় প্রায় দুই শতাধিক যাত্রী বিক্ষোভ দেখিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
গত বুধবার রাত ১০টায় বিমানের ফ্লাইট বিজি-১২১ ঢাকা থেকে এসে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ওমানের মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ বিমান ছাড়েনি। এই পরিস্থিতিতে গত বুধবার সারারাত অপেক্ষার পর বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমান ২১৫ যাত্রী বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ, এপিবিএন ও আনসার সদস্যরা যাত্রীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তবে দুপুরে বিভিন্ন ফ্লাইটে করে তাদের ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই যাত্রীদের মাসকাটে পাঠানো হবে।
মাসকাটগামী বিমানের এক যাত্রী বলেন, ‘প্রথমে আমাদের বলা হল বিমান ছাড়বে ভোরে। আজ সকালে আবার বলছে বিমান বিকালে ছাড়বে। এত দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করিয়ে রেখে আবার এসব বলা হচ্ছে।
’
শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারোয়ার ই জাহান বলেন, ‘এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে ক্ষোভ প্রকাশ স্বাভাবিক। ফ্লাইট ৮ ঘণ্টার বেশি বিলম্বিত হওয়ায় যাত্রীদের জিইসি মোড়ের কয়েকটি হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তারা রাজি হননি। তবে আজ তাদের বিভিন্ন ফ্লাইটে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ’