ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: গতকাল ২৫ সেপ্টেম্বর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে দঃ সুন্দর খাতা গ্রামের আব্দুল করিমের পুত্র মোঃ শাহিনুর রহমান (১৮) ডিমলা উপজেলা বাবুর হাট বাজারের মাংস বিক্রির সেড ঘরে রাত ৮ টার সময় লোহাড় তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। মাংস ব্যবসায়ীরা মাংস বেচা কেনার পর চকিগুলো দার করে রাখার কারণে সাধারণ জনগণ দেখতে পায় নাই। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তাকে নামিয়ে তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে ডাঃ তাকে দেখে মৃত ঘোষনা করে। এ আত্মহত্যার কারন হিসেবে বাবুর হাট এলাকাবাসীর সূত্রে জানা যায় শাহিনুরের প্রেমিকার অনত্রে বিয়ে হয়। সেই রাগে অভিমানে শাহিনুর আত্মহত্যা করেন। এ ঘটনা উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ডিমলা
হাসপাতালে গিয়ে দেখেন এবং ডিমলা থানায় সংবাদ দিলে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ও ডিমলা থানার এস.আই রাশেদ আলী তার সঙ্গীয় ফোর্স সহ হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন এবং শাহিনুরের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ডিমলা থানায় শাহিনুরের পিতা লাশ দাফনের অনুমতির প্রার্থনা করেন। ডিমলা থানার ওসি বিষয়টি সরেজমিনে তদন্ত করে লাশটি দাফনের অনুমতি প্রদান করেন। এ বিষয়ে বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া জানান, ছেলেটির পারিবারিক সমস্যা হওয়ায় সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।