ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর-বিএস ১৪৩) চট্টগ্রাম বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরআগে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর থেকে ১৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।
শাহ আমানত বিমানবন্দরের একাধিক সূত্র জানান, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।