বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সেকান্দার আলী জমাদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার দলের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ শোক জানান।
শুক্রবার বার্ধক্যজনিত কারণে সেকান্দার আলী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, সেকান্দার আলী জমাদ্দার দশমিনা উপজেলা কৃষক দলকে তার মেধা ও শ্রম দিয়ে সুসংগঠিত ও মজবুত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি বলেন, সেকান্দার আলী জমাদ্দারের মৃত্যুতে তার পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব সেকান্দার আলী জমাদ্দারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।