মঙ্গলবার রাতের ভারত-আফগানিস্তান ম্যাচটি টাই হয়েছে। তা ঐতিহাসিকও বটে! জয়ের দ্বারপ্রান্তে এসেও জয় না পাওয়াটা এক অর্থে ভারতের হারই! অন্যদিকে, এ টাইকে জয় হিসেবেই দেখছেন আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের উইকেট আমাদের জন্য ভালো ছিল। কারণ, স্পিনিং উইকেট ছিল। বিশেষ করে শাহজাদের জন্য। হ্যাঁ, যখন আপনি ভারতের মতো দলের সঙ্গে টাই করবেন, তখন তা জয়ের মতোই। বলতে পারেন জয়তুল্য। তারা এটি সহজেই জিততে পারত। যা হয়েছে তা আমাদের সমর্থকদের মন জুড়াবে।
বাংলাদেশের বিপক্ষে ফিফটি করে দলকে জয়ের পথে রেখেছিলেন মোহাম্মদ শাহজাদ। শেষ ম্যাচে ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
রীতিমতো ভারতীয় বোলারদের চোখের পানি, নাকের পানি এক করে ছেড়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
তার সম্পর্কে আসগার আফগান বলেন, শাহজাদ খুবই পজিটিভ ক্রিকেট খেলেছে। আজ আমরা আসল শাহজাদকে দেখেছি। দুর্ভাগ্যবশত, তা দেখা গেল শেষ ম্যাচে।