‘গর্ভবর্তী মায়েরা কোন প্রকার ওষুধ সেবন করলে শিশুর ক্ষতির সম্ভাবনা থাকে। হাতুড়ে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন নিরাপদ নয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে প্রতিবন্ধী শিশু জন্ম নিতে পারে’। মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক কর্মশালায় এসব তথ্য দেন মেডিকেল অফিসার ডা. মো. শাহজালাল।
বাগেরহাট জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।