কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে অগ্নিকান্ড

Slider


মো. সাজ্জাত হোসেন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডে অফিসিয়াল কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি ( ঢাকা মেট্রো গ ৩৭-০৬৯৪) টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের পূর্ব পাশে খাদে পড়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। প্রাইভেট কারটিতে চালকসহ তিনজন ছিল। তবে তারা তেমন কোনো আহত হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার চরমিরপুর এলাকায় সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নিয়াজ মাহমুদ।

জানা যায়, সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেডের ঢাকা অফিস হতে প্রাইভেট কারটি নিয়ে গতকাল সোমবার সকালে আইটি সেক্টরের কর্মকর্তা কালীগঞ্জ অফিসে আসার সময় গোলাবাড়ি বাইপাস নামকস্থানে পৌছলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের পূর্বপাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকার থেকে চাকলসহ তিনজনকে উদ্ধার করার পর হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে কারটিতে আগুন ধরে যায়। তবে কর্মকর্তা ও চালকের নাম বলতে অনীহা প্রকাশ করেন সিমেন্ট ফ্যাক্টরির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নিয়াজ মাহমুদ। তাই তাদের নাম জানা যায়নি।

দুর্ঘটনা ও প্রাইভেটকার আগুনে পুড়ে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক যাওয়ার আগেই প্রাইভেটকারটি পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *