ঢাকা:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মুনিরুল ইসলাম খান আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন। একই সঙ্গে আদালত আসামি জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আকতারুজ্জামান আজ এ আদেশ দেন। আজ এ মামলার যুক্তিতর্কের শুনানীর দিন ধার্য ছিল।
আদালতে আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। এদিকে আসামী মুনিরুল ইসলাম খানের পক্ষে কাল আদেশ দিবেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে জামিন বর্ধিতকরণ এবং বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার আবেদন করেন তার আইনজীবীরা। তার জামিন বর্ধিতকরণ বিষয়ে আগামিকাল আদেশ দিবেন বলে জানিয়ে মঙ্গলবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতুবি করেন বিচারক। আর চিকিৎসার বিষয়ে কারা বিধি মোতাবেক খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে তার আইনজীবীরা আদালতের কার্যক্রম মুলতুবির আর্জি জানায়। তবে সাড়া দেননি আদালত। শুনানীতে তার পক্ষে ছিলেন, আইনজীবী সানাউল্লাহ মিয়া ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।