ভারতের কেরালা, অাসাম, নাগাল্যান্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের জনজীবন কার্যত বিপর্যস্ত। গত ২৪ ঘণ্টায় প্রায় ১২৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।
এই প্রবল বৃষ্টিপাতের জেরে ভূমিক্ষয়ের কারণে বড় সড়কপথগুলিও বিপর্যস্ত হয়েছে।
মান্ডি জেলার হানোগী মন্দিরের কাছে চন্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়ককে স্পর্শ করেছে বিয়াস। মান্ডির ৩ নম্বর জাতীয় সড়কের যানচলাচল ব্যহত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে।
বিয়াস নদীর জলস্তর অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ার কারণে মানালি থেকে ২২কিলোমিটার দূরে ধোবি অঞ্চলে কমপক্ষে ২৬ জন মানুষ আটকা পড়েছেন।
সেখানকার হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এই বৃষ্টিপাতে ধরমশালা, উনা, গারেট, জোগিন্দরনগর, সুজানপুর, ভারওয়াইন, নাদাউন, বাইজনাথ, কাঙরা প্রভৃতি জেলার জন জীবন বিপর্যস্ত। এর পাশাপাশি সিমলা, কুফরি, পাওন্তা, কাল্পাতেও প্রবল পরিমাণে বৃষ্টি হয়েছে। এদিকে লাহাউল-সিপ্তি জেলায় তুষারপাত হয়েছে। রোটাং পাস প্রায় দেড় ফুট পুরু বরফে ঢেকেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে বেশ খানিকটা তাপমাত্রাও কমেছে সেখানকার।