বান্দরবানের আলীকদম উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১১ জন পাথরখেকো আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলের কুরুপপাতা ইউনিয়নের কচুরছড়া এলাকা হতে অবৈধ পাথর উত্তোলনকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হল, মো. বেলাল (১৮), আব্দুল হাকিম (২২), রুহুল আমিন (৫০), কাামল হোসেন (৩০), মিরাজ (২২), সাইফুল (২৫), আরাফাত (১৯), সেলিম (৪৫), করিম (৩৩), জকির (৩৫) ও ইসমাইল (২২)। আটক পাথরখেকোরা আলীকদমের পাথর ব্যবসায়ী কালাম ও ইলিয়াছ সওদাগরের লোক বলে জানা গেছে।
আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জনকে আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।