হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে ঢাকায় আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৭০০ মোবাইল ও ২২০টি স্মার্ট ঘড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল শনিবার দুপুরে এ পণ্যসমগ্রী জব্দ করা হয়।
এসময় মোবাইল ও স্মার্ট ঘড়িসহ মোট চার কোটি টাকার ইলেকট্রনিক মালপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শহীদুল ইসলাম।
তিনি বলেন, গতকাল ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসে। এ সময় শুল্ক গোয়েন্দারা এয়ারফ্রেইট ইউনিটে অবস্থান নেয়। পরে সেই ইউনিট থেকে ৫৪টি কার্টন জব্দ করা হয়। সেগুলো বিমানবন্দরের কাস্টমস আগমনী হলে বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৭০০ মোবাইল ফোন ও ২২০টি স্মার্ট ঘড়িসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক পণ্য উদ্ধার হয়।
তিনি আরো বলেন, ‘পুরানা পল্টনের খন্দকার ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের নামে এসব পণ্য আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। উদ্ধারকৃত মালপত্রের বাজারমূল্য চার কোটি টাকা। ’