এশিয়া কাপের ফাইনাল খেলার আশা দেখছেন মাশরাফি

Slider খেলা

এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারায় ভারত। গত শুক্রবারের সেই ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে হার দিয়ে সুপার ফোর শুরু হলেও, এখনও এশিয়া কাপের ফাইনাল খেলার আশা দেখছেন মাশরাফি।
ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সেই আশার কথা শোনালেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘একটি ম্যাচ সবকিছু বদলে দিতে পারে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জন্য কঠিন। ঐ ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে আমাদের। আফগানিস্তানের বোলিং আক্রমন অনেক বেশি শক্তিশালী। আমাদের বোলিং এখনো ভালো হচ্ছে। কিন্ত মূল চিন্তার কারন ব্যাটিং। আশা করছি, আমরা ঘুরে দাঁড়াবো।


এরপরেই মাশরাফির সংযোজন, “আমি মনে করি আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনেই সব বদলে যেতে পারে। আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে। এরপর পাকিস্তানের সাথে ম্যাচে জিতলে ভালো সুযোগ থাকবে ফাইনালের। ”

এদিন ভারতের বিরুদ্ধে হারের কারণ উল্লেখ করে টাইগার অধিনায়ক জানান, ‘শুরু থেকেই আমরা উইকেট হারাতে থাকি। আজ উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ ছিলো না। ২৫০-২৬০ রান করতে পারতাম। কিন্তু যদি ১৭০ রানের সংগ্রহ হয়, তাহলে বোলারদের কাজটা কঠিন হয়ে পড়ে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমাদের ভালো ব্যাটিং করা প্রয়োজন। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *