গাজীপুর: নদী রক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইসতেহারে সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্তির দাবীতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সারাদেশে একযোগে নদীযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় গাজীপুর মহানগর ও জেলা শাখা আলোচনা সভা, মানববন্ধন ও নদীযাত্রা পালন করে।
গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠস্হ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১০টায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠািত হয়। পরে নদীযাত্রা শুরু হয়ে চিলাই নদীর তীর গিয়ে শেষ হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি সানাউল্লা মিঞার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, কেন্দ্রীয় সহ সভাপতি ছানাউল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নদীপত্রের নির্বাহী সম্পাদক জাহিদুর রহমান বকুল।
মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ বিপ্লবের সঞ্চালনায় অন্যানের মধ্য বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ন প্রচার সম্পাদক ফকির মোঃ আহছান উদ্দিন, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযুদ্ধা আইয়ুব আলী, আবুল কালাম, মহানগর শাখার সহ সভাপতি এডঃ মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি আবিদ হোসেন বুলবুল, সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম আজহার, সহ সভাপতি মোঃ আব্দুল হালিম সরকার, সাংগঠনিক সম্পাদক এডঃ মোক্তাদির হোসেন, যুগ্ন সম্পাদক এডঃ হামিদা পারভীন শৈলি, যুগ্ন সম্পাদক আওলাদ হোসেন অপু, মতিউর রহমান রিপন, প্রভাষক মহিউদ্দিন, এডঃ আহমেদুল কবির অরুন, প্রভাষক মোস্তাক আহমেদ, প্রভাষক শহিদ মিয়া, অধ্যক্ষ নাছির উদ্দিন ভূইয়া, উপাধ্যক্ষ সোহরাব, এডঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক মোল্লা মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম শাহিন, পরিবেস বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আনোয়ার হোসেন, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুর রহমান, এডঃ শাহ মোঃজহিরুল ইসলাম লিখন ও রফিকুল ইসলাম প্রমুখ।