পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজনের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ভারত।
বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভেস কুমার বলেন, সন্ত্রাস দমন প্রসঙ্গে অবস্থান বদলায়নি ভারত।
সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সার্ক বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাবও করা হয়।
ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে মোদি সাহাব বলে সম্বোধন করে ইমরান সার্ক সম্মেলনে যোগ দেওয়ার কথা বলেন। আর সেই সুযোগে ইসলামাবাদ ঘুরে আসার কথাও বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় দিল্লি।