নাশকতার মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ গ্রেফতারে তৃণমূলের নেতাকর্মিদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলার বসুরহাট বাজার থেকে ৩ নেতাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক ফিরোজ আলম ফিরোজ, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন টিপু। ২০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়ন বিএনপির নেতা জানান, আমরা পুলিশি হয়রানি ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করছি। কিন্তু আমরা গ্রেফতার এড়িয়ে আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুত হচ্ছি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান’র মুঠোফোনে আলাপ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।