বরিশালের মুলাদী উপজেলার খাঁশের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই বাজারের আব্দুর রব খন্দকারের মুদি দোকানে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। খবর পেয়ে হিজলা বাবুগঞ্জ এবং বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ৯টি মুদি দোকান পুরোপুরি পুরে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যাবসায়ীরা।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে ব্যাবসায়ীদের সান্ত্বনা জানান এবং তাদের স্বার্বিক সহায়তার আশ্বাস দেন।