দিনাজপুরে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে তিনজন জামায়াতের নেতাকর্মী এবং বাকি ২২ জন মাদক, ওয়ারেন্টিসহ অন্যান্য মামলার আসামি। আটক জামায়াতের দফতর সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করেছেন বলে জানান কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) বজলুর রশিদ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শহরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের দফতর সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব আলী, জামায়াত সদস্য আতাউর রহমান ও মোতাহার আলীকে আটক করা হয়েছে। এসময় পুলিশ ৬টি ককটেল উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলা নং-১২০।
আটক জামায়াতের ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এছাড়াও মাদক মামলায় ১২জন, ওয়ারেন্টি ৭জন এবং অন্যান্য মামলায় আরও ৩ জনকে আটক করা হয়েছে।