আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনা আজ বিশ্বসভায় অনন্য মর্যাদায় অধিষ্ঠিত। আর শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত।
কারণ তিনি ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি হয়। দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। তাঁর সরকারের সাফল্য দেখে বিশ্ববাসীর কাছে বারবার প্রশংসিত হয়েছেন তিনি। এজন্য দেশ আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় আসীন হয়েছে। তাই বাংলাদেশের প্রয়োজনেই জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনারে তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে পদ্মায় ভাঙন কবলিতদের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ওহাব বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াসমিন।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা।
নড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মামুন মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাসেম মিয়া, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া উপজেলার সহ-সভাপতি বাদশা শেখ, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, আলমগীর হোসেন, মিজানুর রহমান আলম, পৌরসভা প্যানেল মেয়র আবু জাফর শেখ, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, খন্দকার আলী হোসেন, সোহেল মুন্সী, মনির হোসেন সুমন, হাফেজ সানাউল্লাহ, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, আওয়ামীলীগ নেতা আদিল মুন্সী, মাহবুব আলম হাওলাদার, আব্দুস সালাম মাস্টার, শ্রমিক লীগ নেতা রিপন বেপারী, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এসএম কামাল হোসাইন, নড়িয়া পৌরসভার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমূখ।
শামীম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিনিয়তই নড়িয়ার মানুষের খবর রাখছেন, ভাঙন কবলিতদের খবর রাখছেন। আর ভাঙনরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছেন। তিনি ক্ষমতায় থাকতে দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না। তিনি ভোগের রাজনীতি করেন না, গণমানুষের রাজনীতি করেন। তাই উন্নয়ন-অগ্রগতির প্রতিক নৌকা মার্কায় আবারও ভোট দিতে হবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। পরে তিনি নড়িয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।