ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে আদেশ দিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
আজ বৃহস্পতিবার এ আদেশ দেন তিনি। একই সঙ্গে খালেদা জিয়াকে ব্যাক্তিগত হাজিরা থেকে অব্যাহত দেন তিনি। আদেশে বিচারক বলেন, মামলার নথি, সার্বিক পরিস্থিতি, বিদ্যমান আইন, আদালতে আসতে খালেদা জিয়ার অনিচ্ছা ও এ মামলার জামিনে থাকা অন্য দুই আসামির ন্যায় বিচার যাতে বিঘিœত না হয় এ মর্মে ফৌজদারি কার্যবিধির ৫৪০-এর, এ ধারা অনুযায়ী বিচার কাজ চলতে পারে বলে আদালত মনে করে। শুনানী শেষে আদালত দুপুর ২টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন বিচারক। শুনানীতে খালেদার পক্ষে অংশ নেন আইনজীবি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম ও মো. আখতারুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন, মোশাররফ হোসেন কাজল।