বেনাপোলে সাংবাদিক বকুল মাহবুবের বাড়িতে ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেফতার হয়েছে। যশোরে সিআইডির হাতে আটক ডাকাত আরিফুল ইসলাম সজিব যশোরের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
খুলনার লবন চোরা এলাকার ডাকাত সর্দ্দার কালুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ডাকাতি করে বলে তিনি জানিয়েছেন।
যশোরের সিআইডি পুলিশের পরিদর্শক জাকির হোসেন জানান, ডাকাত সর্দ্দার কালু বর্তমানে অন্য একটি মামলায় খুলনা জেলে আটক রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রথমে মামলাটি বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পরে যশোরের সিআইডি পুলিশ তদন্ত করে। আটক ডাকাত সজিবকে একদিন রিমান্ড শেষে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।