কুষ্টিয়ার মিরপুরে মৎস্যজীবীদের মধ্যে পরিবেশ বান্ধব বেড়জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহের জন্য ছয়টি মৎস্যজীবী দলকে অবৈধ কারেন্ট জালের বিনিময়ে ছয়টি বেড়জাল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে বেড়জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার প্রমুখ। পরে মৎস্যজীবীদের থেকে বিনিময়কৃত কারেন্ট জাল আগুনে ধ্বংস করা হয়।