লেবাননকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

Slider খেলা


ঢাকা: ফের বড় জয় পেল বাংলাদেশ। আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে লেবাননকে। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছিল এই কিশোরীরা। ফের বড় জয় পেল বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ লেবাননের জালে দিয়েছিল ৫ গোল। দ্বিতীয়ার্ধে আরো ৩টি। দুটি করে গোলের দেখা পান সাজেদা, তহুরা, শামসুন্নাহার। একবার করে জালে বল পাঠান আনাই ও রোজিনা।

প্রথম গোল আসে ১৪ মিনিটে। মনিকা চাকমার পাস কাজে লাগিয়ে গোল করেন সাজেদা। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন তহুরা। ফের তহুরার ভেলকিতে এগিয়ে যায় বাংলঅদেশ ২৩ মিনিটে। ৪ মিনিট বাদেই দলের চতুর্থ গোল। এবার গোল করেন আনাই মগিনি। ৪০ মিনিটে পঞ্চম গোল করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় গোল করেন সাজেদা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল। ৪৮ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান হয় ৬-০। ৬৩ মিনিটে আবার শামসুন্নাহারের গোল। বাংলাদেশ ব্যবধান ৮-০ হয় ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *