পেপারমিন্টের তেল যে কোনো রকম মশার হাত থেকে বাঁচার মোক্ষম ওষুধ। মাথায় রাখবেন, মিন্ট বা পুদিনার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না।
সেক্ষেত্রে পেপারমিন্টের তেল আপনি মাখতে পারেন।
এমনকী আপনার পোশাকেও সামান্য স্প্রে করে দিন এই পেপারমিন্ট অয়েল। চাইলে ঘরের ভিতর ছোট্ট টবে পেপারমিন্ট রাখতে পারেন।
এরকমই উপকারি নিম তেল। যেকোনও রকম জীবানুকে নাশ করতে নিমের বিকল্প খুবই কম আছে। নিম তেলে কর্পূর মিশিয়ে ঘরে স্প্রে করুন ডেঙ্গুর মশা পালাবে।
নারকেল তেলের মধ্যে নিম তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই তেল শরীরে মেখে বের হন। বিশেষ করে বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে কিংবা গোসলের পর এই তেল মাখাতে পারেন।
মশা তাড়াতে এটি বেশ কার্যকরী।
মশা তাড়াতে ঘরে অনেকেই লিক্যুইড রিফিল ব্যবহার করেন। সেক্ষেত্রে লিক্যুইড শেষ হয়ে গেলে ল্যাভেন্ডার অয়েল আর লেবুর রস মিশিয়ে চেষ্টা করতে পারেন।