চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন ডবলমুরিং এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে এবং আগ্রাবাদ এলাকায় এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
তারা হলেন ডবলমুরিং থানার মগপুকুর পশ্চিমপাড় এলাকার আবদুর রাজ্জাকের ছেলে খোরশেদ আলম (৫০) ও কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার আবদুস সোবহানের ছেলে আনোয়ার হোসেন (৪০)।
মঙ্গলবার সকালে পৃথকভাবে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাড়িঁর সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, খোরশেদ একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের কাজ দেখানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই ভবনের মালিক।
অন্যদিকে, আগ্রাবাদের ভ্যানগার্ড গার্মেন্টসে এসি মেরামত করার সময় বিদ্যুস্পৃষ্টে আহত হন এসি মিস্ত্রি আনোয়ার। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।