ঢাকা: স্বতন্ত্র প্রার্থীদের জন্য মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর রাখার বিধান চ্যালেঞ্জ করে করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। তিনি জানান, এককভাবে নির্বাচনে অংশ নিতে চাইলে নিজ এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রে দাখিলের বিধান রেখে ২০১১ সালের ফেব্রুয়ারিতে গেজেট আকারে প্রকাশ করে কমিশন। এই বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রে দাখিল করার বিধান কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের জবাব ও শুনানি এখনো নিষ্পত্তি হয়নি। ২০১৪ সালের ৫ই মে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে নির্বাচন কমিশনের এই বিধান কেন বাতিল করা হবে না এ বিষয়ে ওই বছরের ৯ই জুনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়। কিন্তু তাঁরা এখনো এর জবাব দেননি, রুলেরও নিষ্পত্তি হয়নি। ইউনুছ আলী আকন্দ বলেন, ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেছি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এটি উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশের পরে এটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।