ধর্ষণ ঠেকাতে এবার ভারতে নারী ড্রাইভারচালিত ট্যাক্সি

নারী ও শিশু সারাবিশ্ব

image_162095.she-taxi-655x360ভারতের উবার ধর্ষণকাণ্ডের পর নারী সুরক্ষায় অভিনব পদক্ষেপ নিল কেরালা সরকার৷ধর্ষণ-হেনস্থার মতো ঘটনা রুখতে এবার রাজ্যে চালু হল ‘শি ট্যাক্সি’৷
নতুন ট্যাক্সিতে চালকের আসনে থাকবেন একজন মহিলা৷ রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি আইটি কর্মী প্রিয়া নায়ারের মতো অসংখ্য চাকুরিজীবী মহিলা৷ রাত হোক বা ভোর, এই ট্যাক্সি তাঁদের নিরাপত্তা দেবে বলেই মন্তব্য করলেন প্রিয়া৷
তিনি আরও বলেন, ‘আগে বাড়ি ফেরার সময় সহকর্মীদের আমার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করতাম৷ কখনও বা তুতো ভাইদের মুখাপেক্ষী হতাম৷কিন্তু ‘শি ট্যাক্সি’ চালু হওয়ার পর নিজেকে অনেকটাই নিরাপদ বলে মনে হচ্ছে৷ এখন আর কারোর উপর নির্ভরশীল নই৷ একাই নির্বিঘ্নে রাস্তায় বেরচ্ছি৷’
তাঁর কথায়, রাত ৮টার পর রাজধানীও বিপজ্জনক লাগত৷ মহিলা চালিত এই ট্যাক্সি এখন তিরুবনন্তপুরমে মহিলাদের কাছে আশীর্বাদ স্বরূপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *