শ্রীপুরে ট্রাফিক আইন বিষয়ক ক্যাম্পেইন

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা মোড়ে ১৫ সেপ্টেম্বর দুপূর ১১টা থেকে১২টা পর্যন্ত ট্রাফিক আইন বিষয়ে সচেতন মূলক ক্যাম্পইন করেছে স্কাউট সদস্যরা। এ সময় তাদেরকে সহযোগিতা করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

ট্রাফিক রোভার স্কাউট সদস্যদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এলোমেলোভাবে রাস্তা পারাপার না হয়ে রাস্তার পাশ দিয়ে হাটার সময় নির্দিষ্ট রাস্তা ব্যবহার করা ও ফুটওভার ব্রিজ ব্যবহার করায় জনসাধারণকে সচেতন ও উৎসাহ প্রদান করে সহযোগিতা করেছে তারা। যত্রতত্র রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামা না করার জন্য ড্রাইভারদের অনুরোধ করেছে স্কাউট সদস্যরা। এছাড়াও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের সচেতন করে দেয়া, ট্রাফিক সিগ্যনাল পরার পরও হুট করেই রাস্তা পারাপার না হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধিতে রোভার স্কাউটদের ভূমিকা ছিলো চোখে পড়ার মত। এছাড়াও জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে তারা।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, আমরা ছাত্রদের সাথে সহযোগিতা করতেছি।এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছি।কোন যানবাহন অবৈধভাবে পার্কিংসহ রাস্তায় চলাচল করতে পারবে না। যদি কোন যানবাহন অবৈধভাবে চলাচল করে তাহলে আমরা সেই যানবাহনগুলোকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *