লঙ্কান শিবিরে মাশরাফির জোড়া আঘাত

Slider খেলা

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৬২ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। তবে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজ ও মাশরাফি।

মুস্তাফিজ নিয়েছেন কুশাল মেন্ডিসের উইকেট। আর মাশরাফি একে উপুল থারাঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন।
শ্রীলঙ্কার দলীয় ২২ রানের মাথায় কুশাল মেন্ডিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। এর পর ২৮ রানের মাথায় উপুল থারাঙ্গাকে বোল্ড করেন মাশরাফি। ৪ রানের ব্যবধানে আবারও মাশরাফির আঘাত। ধনঞ্জয় ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান ম্যাশ। আর এর ফলে ২৪৭ উইকেট শিকার করে শোয়েব আখতারের পাশে নাম লেখালেন ক্যাপ্টেন মাশরাফি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে শ্রীলঙ্কা।

এর আগে ১৪তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের ১৪৪ ও মোহাম্মদ মিথুনের ৬৩ রানে ভর করে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দেয় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *