ঢাকা: চাঁদপুরের সদর উপজেলায় নৌ-টার্মিনালের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৮ মিনিটে মেঘনা-ডাকাতিয়া মোহনার টার্মিনালে রফরফ-২ নামে ওই লঞ্চে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় অল্পের জন্য রক্ষা পায় কয়েক শ যাত্রী। মাঝ নদীতে এ ঘটনা ঘটলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। আল্লাহর কাছে শুকরিয়া, বড় ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা আগুনের খবর পেয়ে দ্রুত এসে নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কী সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ৯টা ২৮ মিনিটের দিকে ২০০ যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়ার পরই ইঞ্জিন রুমের পাশে তেলের ড্রামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ওই যাত্রীরা ঈগল-৭ এ নিজস্ব গন্তেব্যের উদ্দেশে রওনা দেন।