বগুড়া শহরের কালিবালা বেইলি ব্রিজের নিচে করতোয়া নদী থেকে অজ্ঞাত (৩৫) ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধারের পর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম রীনা বেগম (৩৫)।
সে বগুড়া শহরের শীর্ষ মাদক কারবারি এজেদা বেগম ওরফে এজেদা পাগলীর কন্যা এবং বগুড়া শহরের চকসূত্রাপুরের মুক্তার হোসেনের স্ত্রী।
বগুড়া সদর থানা পুলিশ বলছে, রীনা বেগমের নামে মাদকের মামলা রয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় থাকা নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বয়স অনুমান ৩০-৩৫ বছর। লাশ উদ্ধারের পর তার পরিচয় পাওয়া গেছে। তার নাম রীনা বেগম। তার নামে মাদকের মামলা রয়েছে।
লাশের ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।