আইন ও অপরাধ ‘কাদের মোল্লার পরিবারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত’

বাংলার আদালত

Mahabub--1418311414মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে ‘হত্যাকাণ্ড’ বলায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবু্বে আলম।

বৃহস্পতিবার কাদের মোল্লার ছেলে হাসান জামিলের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, ‘আমাদের সর্বোচ্চ আদালত যে বিচার করেছেন, সেই বিচারের পরে দণ্ড কার্যকর করা হয়েছে। এটিকে যদি কাদের মোল্লার পরিবার হত্যা বলে ধরে নেন তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রসিডিং শুরু করা উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এই সময়ে তারা যে সব বক্তব্য রাখছেন, একটি মহলের প্ররোচনায় তারা এগুলি করছেন। বিচারটাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে তারা এসব বক্তব্য দিচ্ছেন। এসবের কোনো রকম সারবত্তা নেই। মানুষকে বিভ্রান্ত করতে তারা এই সব বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুরে এক সংবাদ সম্মেলনে কাদের মোল্লার ছেলে হাসান জামিল বলেন ‘যথেষ্ট আইনি সুযোগ না দিয়ে এ সরকার ফাঁসি কার্যকরের নামে আমার বাবাকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘আমার পিতাকে হত্যার ৩৪৮ দিন পর আপিল বিভাগ থেকে আমার বাবার দায়ের করা রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ে রিভিউ মেইনটেনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। সেখানে বলা হয়, রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে। অথচ রায় প্রকাশের সাত দিনের মাথায় তার ফাঁসি কার্যকর করা হয়।’

জামিল বলেন, ‘আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারলেন না সংবিধান অনুযায়ী রিভিউ করার অধিকার তার ছিল কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *