‘কর্মসূচির মাধ্যমে নৌকা পানিতে ভেসে যাবে’

Slider রাজনীতি


ঢাকা: দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও অংশগ্রহণ ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাঅভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে বিএনপি ঘোষিত দুইঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

তিনি বলেন, আজকে সারাদেশে জনগন ও বিভিন্ন দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছেÑ আগামী নির্বাচন একটি নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক হতে হবে। আজকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বলছে বাংলাদেশে অংশগ্রহনমূলক নির্বাচন হতে হবে। আমরা বলতে চাই, দেশনেত্রী ও বিএনপিকে ছাড়া অংশগ্রহনমূলক নির্বাচন এদেশে হতে পারে না, হতে দেয়া হবে না। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই প্রতীকী অনশনে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। ঢাকা ছাড়াও সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই প্রতীক অনশনের এই কর্মসূচি হয়।

আন্দোলনের প্রস্তুতির আহবান জানিয়ে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, উচ্চতম আদালত জামিন দেয়ার পরেও নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটরা সরকারের ইন্ধনে সরকারের প্রভাবে তার জামিন বিলম্বিত করেছে। বিষয়টি স্পষ্ট সরকার চায় না বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত পাক। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি আর সম্ভবপর নয় বলে আমি মনে করি তার মুক্তির একমাত্র পথ রাজপথ। এই রাজপথের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে। আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন বেগবান হবে, এই আন্দোলন চূড়ান্ত পর্যায় যাবে যেদিন এই সরকারের পতন আসবে। তিনি বলেন, এমন কর্মসূচি দেয়া হবে যেই কর্মসূচির মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *