ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। মাত্র কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে লুলাকেই মূল প্রার্থী হিসেবে ভাবা হচ্ছিল।
কিন্তু ওয়ার্কাস পার্টি থেকে দুর্নীতির অভিযোগ সাজাপ্রাপ্ত লুলার বদলে নতুন প্রার্থী দিতে সময়সীমা বেঁধে দেন দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালত। তারই প্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুলা। দুর্নীতির অভিযোগ ১২ বছর জেল হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি।
৭ অক্টোবর লুলার দল থেকে নির্বাচন করবেন লুলার রানিংমেট ও সাও পাওলোর মেয়র ফার্নান্দো হাদ্দাদ। তাকে সমর্থন দিতে নিজেদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন ৭২ বছর বয়সী লুলা। তিনি বলেছেন, হাদ্দাদই এখন লাখ লাখ ব্রাজিলিয়ানদের লুলা হয়ে কাজ করবে।