ঢাকা: নিহত নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলার আসামি সাবেক স্বামীর সহযোগী মিলনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২। মিলন নদী হত্যার ৩ নম্বর আসামি ও নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী।
র্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা থেকে সংবাদিক নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সুবর্ণা নদী কাজ করতেন আনন্দ টিভিতে এবং নিজে জাগ্রত বাংলা নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালাতেন। মঙ্গলবার এ অফিস থেকেই আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বাসার গেটের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত নদীকে কুপিয়ে হত্যা করে।