সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
যেখানে পাকিস্তানকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দুই দল। তবে ৮৪ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তপু বর্মনের পা থেকে আসে এই গোল। আর তাতেই টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে, নিজেদের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে শক্তিশালী পাকিস্তান।