জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় তেলবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে চার যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে তিন জনের নামপরিচয় পাওয়া গেছে। এরা হলেন জয়পুরহাট কালেক্টরেট স্কুলের নৈশপ্রহরী আজাহার আলী, সদর উপজেলার পুরানাপৈল এলাকার সাদেকুল ও জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুরের জুয়েল হোসেন।
পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা থেকে পার্বতীপুরগামী খুলনা কেআইপি থার্টিনাপ নামের তেলবাহী একটি ট্রেন শিমুলতলী এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ট্রেনের হুজ পাইপ খুলে যায়। এ সময় ট্রেনটি থেমে গেলে ওই ট্রেনের ছাদে থাকা যাত্রীরা রেল লাইনে পড়ে যায়।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, যাত্রীরা রেল লাইনে পড়ে গেলে ওই ট্রেনেই কাটা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তির পর আরো তিনজন মারা যায়।