ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কক্সবাজার: শিশু কিশোরের মেধা বিকাশে বাংলাদেশের বেসরকারী বৃহৎ জাতীয় বৃত্তি পরীক্ষা “শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৪’’।
প্রতি বছরের ন্যায় কক্সবাজার জেলায় আগামী ২৫/১২/২০১৪ইং তারিখ থেকে সম্পূর্ণ সৃজনশীল পদ্বতিতে বৃত্তি পরীক্ষা ২০১৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সু-শিক্ষা, সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বিকাশে দেশব্যাপী শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অকৃত্রিম অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিষদ এর সফল পদক্ষেপ হিসেবে এ বৃত্তি আয়োজন করতে যাচ্ছে।
কক্সবাজার তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, উখিয়া সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, চকরিয়া বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়, কালামারছরা মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা এবং টেকনাফ লেংগুর বিল বালিকা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৫টি কেন্দ্র। এইবার মোট ১৫শ ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। পিছিয়ে পড়া গ্রামের কোমলমতি পড়–য়া ছাত্র-ছাত্রীর মাঝে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শহীদ হালিম লিয়াকত বৃত্তি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।